• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের জন্য ৫৭ টন ত্রাণ পাঠালো চীন

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪১

সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৫৭ টন ত্রাণ পাঠিয়েছে চীন।

বুধবার সকালে চীনের একটি কার্গোফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সকাল সাড়ে আটটায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের হাতে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চীন দূতাবাসের কর্মকর্তা জং জিয়াজু।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান, ৫৭ টন ত্রাণের মধ্যে রয়েছে ২২০০ পিস তাঁবু রয়েছে। বৃহস্পতিবার চীনের ত্রাণসামগ্রী নিয়ে আরো একটি ফ্লাইট আসার কথা রয়েছে। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। সেখান থেকে রোহিঙ্গা শরণার্থীদের হাতে যাবে এসব ত্রাণসামগ্রী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিরসনে আশাবাদী গাম্বিয়া
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী
ভারী বর্ষণে মহাসড়কে ধস, চীনে ২৪ প্রাণহানি
প্রবৃদ্ধি অর্জনে চীন ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ
X
Fresh