• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় গ্যারেজ মালিককে হত্যা

আরটিভি অনলাইন রিপোর্ট, নওগাঁ

  ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৮

নওগাঁর মান্দা উপজেলায় এক অটোচার্জার গ্যারেজ মালিককে হত্যা করেছে ডাকাতদল।

নিহতের নাম মো. আনিছুর রহমান (৫৫)। তিনি চকউলি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার ভোরে উপজেলার কসব ইউনিয়নের চকউলি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল তিনটি অটোচার্জার নিয়ে যাবার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, আনিছুর অটোচার্জার গ্যারেজের মালিক। তার গ্যারেজে ৪টি অটোচার্জার দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতেন আনিছুর। ভোরে কয়েকজনের একটি ডাকাতদল তার গ্যারেজে এসে আনিছুরকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে তিনটি অটোচার্জার নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, পালিয়ে যাবার সময় রাতের দায়িত্বে থাকা মান্দা থানার টহল পুলিশ তাদের দেখতে পেয়ে থামতে বললে ডাকাতদল অটোচার্জারগুলো ফেলে পালিয়ে যাওয়া চেষ্টা করে। সেসময় শহিদুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে থানায় মামলা করা হবে বলেও জানান ওসি।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
প্রার্থীর মৃত্যুতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভোটগ্রহণ স্থগিত
নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
X
Fresh