• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বেতাগীতে ১৪৪ ধারা জারি

বরগুনা প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫৪

বরগুনার বেতাগীতে আলাদা দুটি কর্মী সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। রোববার রাতে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু এ ধারা জারি করেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বেতাগীতে আগমন উপলক্ষে সোমবার বেতাগী পৌর শহরের স্টেশন রোডের পৌর বিএনপির কার্যালয়ে ও মোকামিয়া ইউনিয়নের মাদরাসা বাজার মাঠে আলাদাভাবে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি দু'টি কর্মী সমাবেশের আয়োজন করে। দুটি সভাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির ও পৌর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষসহ আশঙ্কায় ওই দুই এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু জানান, একই দিনে বিএনপি দুই গ্রুপের সভা থাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে ১৪৪ ধারা জারি 
বিক্ষোভের ডাকে ১৪৪ ধারা জারি পাকিস্তানে
পাকিস্তানে ১৪৪ ধারা জারি
বরগুনায় মিলল ২ মরদেহ
X
Fresh