• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, খুলনা

  ১১ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৪

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ‘বনদস্যু’ নিহত হয়েছেন। রবিউলের বিরুদ্ধে কয়রা থানায় ৮টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত বনদস্যু বাহিনী প্রধান রবিউল ২৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

রোববার সকালে সোনামুখি নদী সংলগ্ন টিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে টুটু বোর রাইফেল, ৮ রাউন্ড গুলি, ৪টি রামদা, ৪টি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

কয়রা থানার ওসি শমসের আলী জানান, শনিবার রাতে রবিউল বাহিনী উপজেলার সুন্দরবন সংলগ্ন ৪ নম্বর কয়রা এলাকায় প্রবেশ করেছে জানতে পেরে স্থানীয়রা তাদের ধাওয়া করে ধরে কয়রা থানা পুলিশে সোপর্দ করে।

তিনি আরো জানান, রবিউলকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে সুন্দরবনের সোনামুখি নদীসংলগ্ন টিয়াখালী খাল এলাকায় পৌঁছালে তার বাহিনীর অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে বনদস্যু রবিউলের মারা যায়।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh