• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘বিকেল পাঁচটার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ’

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ৩১ আগস্ট ২০১৭, ১৯:২৮

কোরবানির দিন বিকেল পাঁচটার মধ্যেই চট্টগ্রাম নগরীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। জানালেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, কোরবানির দিন চার হাজার কর্মী ও আড়াইশ’ গাড়ি বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত থাকবে।

ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানিয়েছেন মেয়র।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে।একই স্থানে দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। এছাড়াও সিটি করপোরেশন পরিচালিত সকল মসজিদ, বাকলিয়া খেলার মাঠসহ ৪১টি ওয়ার্ডের ১শ’৬৬টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

পরিদর্শনকালে মেয়র প্যান্ডেলের ফ্যান, আলো-বাতি, নামায আদায়ের ব্যবস্থা, প্রবেশ ও বাহির হওয়ার পথ, নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়গুলো খুটিয়ে দেখেন এবং নির্বিঘ্নে ঈদ জামাত আয়োজনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। আবহাওয়া অনুকূলে থাকলে প্রথম জামাতে ৫০ হাজারের বেশি মুসল্লি ঈদের নামায আদায় করতে সক্ষম হবেন বলে জানান তিনি।

এসময় মেয়রের সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক এর বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh