• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট ২০১৭, ১৩:১২

জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্যরা। মরহুম এম.পি গোলাম সবুর টুলু স্মৃতি পাঠাগার এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

বুধবার বিকেলে পাথরঘাটা কলেজ মিলনায়তনে কুইজ বিজয়ী প্রতিযোগীদের পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।

এ সময় অতিথিরা বলেন, প্রতিযোগিতায় বঙ্গবন্ধু সম্পর্কে অর্জিত জ্ঞান ও তার আদর্শ বাস্তব জীবনের কাজে লাগানোর পাশাপাশি অন্যদের মাঝে ছড়িয়ে দিতে হবে। যেনো তরুণ প্রজন্ম দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি শক্তিশালী জাতি গঠনে ভূমিকা রাখতে পারে।

বিজয়ীদের মাঝে ল্যাপটপ, ডেস্কটপ মোবাইল ফোন, নগদ অর্থ দেয়া হয়।

মরহুম এম.পি গোলাম সবুর স্মৃতি পাঠাগারের পৃষ্ঠপোষক তার কন্যা ফারজানা সবুর রুমকি এই কুইজ প্রতিযোগিতা সম্পর্কে বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে প্রতি বছর পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগিতায় পাথরঘাটা কলেজ, হাজী জালাল উদ্দিন মহিলা কলেজ ও সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের প্রায় ৭ শত ছাত্র-ছাত্রী অংশ নেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh