• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জামালপুরে রেললাইনে পানি, ট্রেন চলাচল বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট, রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৭, ১১:৩৭

জামালপুর সদরের কেন্দুয়া কালীবাড়ি এলাকায় রেললাইনের ওপর পানি ওঠায় জামালপুর-শরিষাবাড়ী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার ভোর ৫টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করা হয় বলে জানান রেলস্টেশন মাস্টার মির্জা সামসুল আলম। তিনি বলেন, কেন্দুয়া কালীবাড়ি এলাকায় হঠাৎ রেললাইনের ওপর পানি ওঠায় দুর্ঘটনা এড়াতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।

এদিকে ব্রহ্মপুত্র নদ ও যমুনার পানি বেড়ে জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। গেলো ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর সদর ও বকশীগঞ্জ উপজেলার ৫৫টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার অধিকাংশ এলাকা বন্যাকবলিত হয়েছে। পানিবন্দি মানুষ বিভিন্ন বাঁধ, উঁচুস্থান ও আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তেই জিম্মিদের ফিরিয়ে দিবে হামাস
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
X
Fresh