• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তিস্তায় রেড অ্যালার্ট, নিরাপদ আশ্রয়ে যাবার নির্দেশ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, নীলফামারী

  ১২ আগস্ট ২০১৭, ২৩:০৯

ভারতে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। ভারতের দৌমহনী থেকে পানি আসছে বাংলাদেশের দিকে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় সেচ মন্ত্রণালয়। তিস্তার ডালিয়া পয়েন্টে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা সংকেত ।

পানি বৃদ্ধির কারণে তিস্তার উজানে পূর্ব ছাতনাই ও খগাখড়িবাড়ী ইউনিয়নের মাইকিং করে তিস্তায় বসবাসরতদের নিরাপদ স্থানে আসতে বলা হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ভারতে পানি বিপদসীমা অতিক্রম করায় সকল ইউপি চেয়ারম্যানদের নদীতে বসবাসরতদের সরিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, তিস্তার বসবাসরতদের উঁচু স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান বলেন, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নৌকায় করে তিস্তায় বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। তিস্তায় দ্রুতগতিতে পানি বৃদ্ধি পাচ্ছে।

তিস্তার উজানে ভারতের গজলডোবা বাধের সব গেট খুলে দেয়ার শনিবার বিকাল থেকে দ্রুত বাড়তে শুরু করে তিস্তার পানি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সব (৪৪টি) জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ভারী বর্ষণ ও বন্যার কারণে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

নীলফামারীর জেলা প্রশাসক মোহম্মদ খালেদ রহীম জানান, প্রশাসনের সব স্তরের সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।কোথায় কী ক্ষতি হয়েছে এবং হচ্ছে তা নিয়ে রিপোর্ট তৈরির কাজ করা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান এম ইউ কবীর চৌধুরী
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন 
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
X
Fresh