• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খোয়াই নদীর পানি বিপদসীমার ২১০ সেন্টিমিটার ওপরে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, হবিগঞ্জ

  ১২ আগস্ট ২০১৭, ১৪:৩৪

খোয়াই নদীর পানি বিপদসীমার ২১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে শনিবার সকালে এ অবস্থা দেখা গেছে।

শুক্রবার রাত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। পানি আরো বাড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতে এবং বাংলাদেশে শুক্রবার থেকে ভারী বর্ষণ হচ্ছে। ফলে শুক্রবার রাত থেকে নদীর পানি বাড়তে শুরু করে।

তিনি বলেন, আমাদের এখানে অব্যাহতভাবে বৃষ্টি থাকায় পানি আরো বাড়ার আশঙ্কা রয়েছে। তবে এখনও পর্যন্ত নদীর বাঁধের কোনো স্থানে অতি ঝুঁকির খবর পাওয়া যায়নি। আমাদের সব ধরনের প্রস্ততি রয়েছে।

খোয়াই নদীর পানি গেলো ১৮ জুন থেকে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে থাকে। ১৮ জুন রাতে নদীর পানি বিপদসীমার ২৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এসময় নদীর শহর প্রতিরক্ষা বাঁধ ভাঙনের গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে ওঠেন শহরবাসী। এবারও নদীর বাঁধ ভাঙনের আশঙ্কায় শহরবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh