• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফেনীতে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

আরটিভি অনলাইন রিপোর্ট, ফেনী

  ১০ আগস্ট ২০১৭, ১৭:০০

ফেনীতে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের এসএসকে সড়ক, ইসলামপুর সড়ক, ফায়ার সার্ভিস, পুলিশ কোয়ার্টার, ষ্টেশন রোড, পাগলামিয়া সড়কসহ বিভিন্ন এলাকায় ৪-৫টি পাগলা কুকুর পথচারীদের কামড় দেয়।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় তারা রাস্তার পাশ দিয়ে হেঁটে আসার সময় কয়েকটি কুকুর তাদের তাড়া করে।

এ সময় কুকুর থেকে রক্ষা পেতে তারা ইট পাটকেল ছুড়লে কুকুরগুলো আরো ক্ষিপ্ত হয়ে ওঠে কামড় দেয়।

আহতদের ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: অসীম কুমার সাহা পাগলা কুকুরের কামড়ে ৫০ জন আহতের সত্যতা নিশ্চিত করে জানান, কুকুরের কামড়ে আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh