• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বরিশাল বিভাগের ৬ জেলায় চলছে বাস ধর্মঘট (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, বরিশাল

  ১০ আগস্ট ২০১৭, ০৯:০৭

বরিশাল বিভাগের ৬ জেলায় ৩৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে বুধবার বিকেলে বরিশাল বিভাগীয় বাস মালিক ও শ্রমিক সমিতির সমন্বয় পরিষদে এ ধর্মঘট ডাকা হয়।

রূপাতলী বাস মালিক সমিতির সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, মঙ্গলবার সকালে আঞ্চলিক মহাসড়কে অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ ও চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ ৫ শ্রমিককে কুপিয়ে জখম করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার বিচার এবং আঞ্চলিক মহাসড়ক থেকে সকল প্রকার অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ করা না পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য বাস ধর্মঘট চলবে।

বাস ধর্মঘট চলা জেলা গুলো হলো বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর এবং বাগেরহাট ও খুলনার উদ্দেশ্যে দূরপাল্লার বাসও চলাচল করতে দেয়া হচ্ছে না।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে’
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
X
Fresh