• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলের ৪৩ মেট্রিক টন চালসহ ব্যবসায়ী আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, ঝালকাঠি

  ০৮ আগস্ট ২০১৭, ২২:০৭

প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলের চাল কালোবাজারে কেনার অভিযোগে ঝালকাঠিতে এক ব্যবসায়ীকে ৪৩ মেট্রিক টন চালসহ আটক করেছে পুলিশ।

আটক ওই ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন। তিনি ঝালকাঠি শহরের বিসমিল্লাহ চাল আড়তের মালিক।

মঙ্গলবার দুপুরে শহরের পালবাড়ির বাসন্ডা নদীতে একটি কার্গো থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে নেয়ার সময় তাকে ওই চালসহ আটক করা হয়।

পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে ৩০ কেজি করে আশ্রয়ণ প্রকল্পের অধীনে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য এ চাল বরাদ্দ হয় ভোলা জেলায়। সেখান থেকে আনোয়ার হোসেন ওই চাল কিনে সকালে নিজের আড়তে মজুত করছিলেন।

এসময় গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চালসহ ব্যবসায়ীকে আটক করে। বৈধভাবে এ চাল ক্রয় করা হয়েছে বলে ওই ব্যবসায়ী দাবি করেছেন।

তবে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট এনডিসি রওশন আলী জানিয়েছেন, এ চাল বাইরে বেচা-কেনা সম্পূর্ণ বেআইনি। তাই তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য চালসহ আটক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ঝালকাঠি থানার ওসি তাজুল ইসলাম জানান, আটক ব্যবসায়ীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh