• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

নাটোরে ৩৫ গোখরা সাপ

আরটিভি অনলাইন রিপোর্ট, নাটোর

  ১২ জুলাই ২০১৭, ১৯:২৩

গেলো কয়েকদিনের বন্যার কারণে বাসাবাড়িতে আশ্রয় নিচ্ছে সাপ। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের এক বাড়িতে ৩৫টি বিষধর গোখরা সাপ ও সাপের ১৫টি ডিম পাওয়া গেছে।

মাধনগর গ্রামের হাসান উদ্দিন আরিন্দার আরটিভি অনলাইনকে জানান, সোমবার রাতে তিনি ঘরের মেঝেতে একটি বিষধর গোখরা সাপ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে অন্যরা এসে সাপটিকে মেরে ফেলেন।

এছাড়া মঙ্গলবার সকালে বাড়ির অন্য একটি ঘরে একইভাবে তিনি আরো একটি সাপ দেখতে পেয়ে সেটিও মেরে ফেলেন।

এ সময় ওই ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পান। বাড়ির লোকজন ওই গর্ত খুঁড়ে ১০টি বিষধর গোখরা সাপ মেরে ফেলেন।

এ সময় ওই গর্তে সাপের ১৫টি ডিম পাওয়া যায়।

পরে ওই গর্তের সূত্র ধরে আরো ৩টি গর্তের সন্ধান পাওয়া যায়। সে সব গর্ত থেকেও সাপ বের করে মেরে ফেলা হয়।

মোট ৩৫টি বিষধর সাপ মারা হয়েছে বলে জানান তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh