• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহী পয়েন্টে পদ্মায় পানি কমেছে

অনলাইন ডেস্ক
  ২৯ আগস্ট ২০১৬, ১৫:২৯

রাজশাহী পয়েন্টে পদ্মায় পানি বৃদ্ধির গতি কমে এসেছে। রোববার পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ৪৬ সেন্টিমিটার। সোমবার ১ সেন্টিমিটার কমে ১৮ দশমিক ৪৫ সেন্টিমিটারে দাঁড়িয়েছে যা বর্তমানে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে। রাজশাহী নতুন করে আর কোন এলাকা প্লাবিত হয়নি।

রোববার বুলনপুর এলাকার ট্রি-বাঁধের যে ভাঙ্গন দেখা দিয়েছে সেখানে আজও বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ধস বন্ধ করছে পানি উন্নয়ন বোর্ড।

রাজশাহী পানি উন্নয়ন র্বোডের নিবার্হী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, ভাঙ্গন ঠেকাতে সর্বক্ষণ মনিটরিং করা হচ্ছে। আশঙ্কার কোন কারণ নেই।

এদিকে, রাজশাহী মহানগরীর চৌদ্দপাই সংলগ্ন বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৪০০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল, গবাশি পশু পালন করা ৫২ পরিবারকে এক হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh