• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুন ২০১৭, ১২:৫০

নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক সুমন মিয়ার (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল দশটার দিকে ভারতীয় সীমানায় তিস্তা নদীর একটি অংশে ২২ বিএসএফের অরুন ক্যাম্পের কাছে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্য আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিও লে.কর্নেল গোলাম মোরর্শেদ। বিকেলে নায়েক সুমন মিয়ার মরদেহ হস্তান্তর করা হবে জানিয়েছেন তিনি।

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দহগ্রাম বিজিবি ক্যাম্পের হাবিলদার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল দহগ্রাম সীমান্তের ৬ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার এলাকায় তিস্তা নদীতে আবুলের চর যান। গরু পারাপারকারীকে ধরতে নদীতে নামেন বিজিবির সদস্য টুটুল মিয়া। এসময় টুটুল মিয়ার নদীতে তলিয়ে যাওয়া দেখে ল্যান্স নায়েক সুমন মিয়া তাকে উদ্ধারের জন্য নদীতে নেমে নিখোঁজ হন।

তারপর থেকেই বিজিবি, বিএসএফ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল নিখোঁজ সুমন মিয়াকে উদ্ধারে তৎপরতা চালায়।

আর/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh