• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রংপুর মেডিক্যাল : চিকিৎসকরা ছুটিতে, দুর্ভোগে রোগীরা

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

  ২৭ জুন ২০১৭, ১৭:০৩

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা ছুটিতে থাকায় দরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন চিকিৎসাধীন রোগীরা।

তাদের একমাত্র ভরসা ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা। যারা আছেন তারাও অতিরিক্ত ডিউটি করে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।

এ অবস্থায় দ্রুত দরকারি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের ৩৭টি ওয়ার্ডে রোগী ভর্তি আছেন ৯শ' ৮৮ জন।

প্রতিটি ওয়ার্ডে দরকারি সংখ্যক চিকিৎসক থাকার কথা থাকলেও সিনিয়র চিকিৎসকদের দেখা পাচ্ছেন না রোগিরা।

রোগীদের অভিযোগ, জুনিয়র বা ইন্টার্ন চিকিৎসকরাই চিকিৎসা দিচ্ছেন।

কোনো রোগী জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হলে সিনিয়রদের ফোন করে হাসপাতালে আনতে হচ্ছে।

রোগীর স্বজনরা বলছেন, ঈদের দিন থেকে তারা দরকারি চিকিৎসা পাচ্ছেন না।

অনেক ডাকাডাকির পর কখনো সাড়া পাওয়া যায় আবার কখনো পাওয়াই যায় না।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh