• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রংপুরের সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুন ২০১৭, ১৭:২০

শনিবার ভোরে রংপুরের পীরগঞ্জ উপজেলার কোলাবাড়িতে সংঘটিত সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রংপুর বিআরটিএর সহকারি পরিচালক আব্দুল কুদ্দুসকে প্রধান করে ৩ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ হাজার এবং আহতদের প্রত্যেককে চিকিৎসা খরচের জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম জানান, সিমেন্টবাহী ট্রাকটিতে ২৮-৩০ জন গাজীপুর থেকে রংপুর যাচ্ছিলেন। কোলাবাড়িতে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। এছাড়া আহত হন ১৩ জন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে ৬ জনের মৃত্যু হয়। পরে আহত ৮ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক।

নিহত ১৭ জনের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh