• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাভার-আশুলিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাভার প্রতিনিধি

  ২৩ জুন ২০১৭, ১৫:১৫

সাভার ও আশুলিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো ২জন। এ সময় স্থানীয়রা ঘাতক বাস ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

শুক্রবার দুপুরে সাভারের নবীনগর ও যাদুরচড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, নওগাঁ থেকে মোটরসাইকেলে রাজবাড়ী যাচ্ছিলেন ৩ জন। এ সময় মোটরসাইকেলটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছলে দূরপাল্লার দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সোহান নিহত হন। এ সময় আহত হন মোটরসাইকেলে থাকা আরো দুই জন। পরে তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় ঘাতক বাস ও এর চালককে আটক করে আশুলিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয়রা।

নিহত মোটরসাইকেল চালক সোহানে বাড়ি নওগাঁ জেলার বদরগাছী থানার প্রধানকুন্ডী গ্রামে। তার শ্বশুড়বাড়ি রাজবাড়ী জেলায়।

অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের যাদুরচড় এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। এসময় স্থানীয়রা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালায়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh