• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খুলে দেয়া হচ্ছে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, রাঙামাটি

  ২১ জুন ২০১৭, ১২:৩৬

প্রায় সপ্তাহ খানেক বন্ধ থাকার পর রাঙামাটি-চট্টগ্রাম সড়ক হালকা যানবাহন চলাচলের জন্য দুপুর থেকে খুলে দেয়া হবে।

রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের শালবাগান এলাকায় ভারি বৃষ্টিতে বিপর্যস্ত ১শ’ ৫০ মিটার সড়কের পাশে বিকল্প সড়ক তৈরির কাজ মঙ্গলবারই শেষ হয়েছে। চলছে ইট বসানোর কাজ।

ইট বসানো শেষে দুপুর থেকে সড়কটি খুলে দেয়ার কথা রয়েছে। ভারি বৃষ্টি ও পাহাড় ধসের ঘটনায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে সারাদেশের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সড়ক নির্মাণে নিয়োজিত সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোর-এর লে. কর্নেল মাসফিক জানান, বিকল্প সড়ক নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইট বিছানো শেষ হলেই বুধবার দুপুর থেকে হালকা যান চলাচল শুরু হবে।

এর আগে গেলো সপ্তাহে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh