• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে সার কারখানায় বিস্ফোরণ

ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে অসুস্থ ৫০

অনলাইন ডেস্ক
  ২৩ আগস্ট ২০১৬, ০৯:৪৪

চট্টগ্রামের আনোয়ারার একটি সার কারখানার ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসের প্রভাব আশপাশে ছড়িয়ে পড়েছে। গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়া ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি গ্যাস নিয়ন্ত্রণে এসেছে।

তবে ফায়ার সার্ভিস জানায়, কৃত্রিম বৃষ্টি দিয়ে ভোর নাগাদ গ্যাস অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু মঙ্গলবার সকালে আবার তীব্রতা কিছুটা বাড়তে থাকে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিইউএফএল সংলগ্ন ডাই অ্যালুমিনিয়াম ফসফেট ড্যাপ-১ সার কারখানায় এই দুর্ঘটনা ঘটে। কারখানটির একটি প্ল্যান্টের অ্যামোনিয়া রিজার্ভ ট্যাংকে লিকেজে ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাস।

গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে আনোয়ারাসহ নগরীর পতেঙ্গা বন্দর, হালিশহরসহ বিভিন্ন এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। বললেন, গ্যাস ছড়িয়ে পড়লেও আতঙ্কের কিছু নেই। যেসব এলাকায় গ্যাস ছড়িয়েছে সেখানকার বাসিন্দাদের আগুন না জ্বালানোর পরামর্শ দেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh