• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আরো ২৪ ঘণ্টা বাড়লো উত্তরবঙ্গে ট্রাক-লরি ধর্মঘট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৭, ১২:৪৭

সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে উত্তরবঙ্গে পণ্য পরিবহণ ধর্মঘট আরো ২৪ ঘণ্টা বাড়ানো হবে।

রোববার সকাল ৬টা থেকে উত্তরবঙ্গ ট্রাক-লরি-কভার্ডভ্যান-পিকআপ মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ডাকা এ ধর্মঘট শুরু হয়।

পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান আকন্দ বলেন, সরকারি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় আরো ২৪ ঘণ্টা বাড়িয়ে বুধবার সকাল ৬টা পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি ।

এদিকে আজ সকাল থেকেই বগুড়ার মহাস্থান, তিনমাথা, চারমাথা, মাটিডালি মোড় এলাকায় পণ্যবাহী ট্রাক,কভার্ডভ্যান ও পিকআপ চলাচল করতে দেখা যায়নি।

সাত দফা দাবি : কাগজপত্র যাচাইয়ের নামে মহাসড়কে পুলিশের হয়রানি বন্ধ, ড্রাইভিং লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধ, অবৈধ যান চলাচল বন্ধ, নতুন ড্রাইভিং ও হেভি লাইসেন্স প্রদানের শর্ত সহজকরণ, যান চলাচল বিষয়ক নতুন খসড়া আইন প্রত্যাহার, পথেঘাটে চাঁদাবাজি বন্ধ এবং পণ্যবাহনের বাম্পার খোলার সরকারি আদেশ প্রত্যাহার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh