• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধর্ষকের মুক্তি চেয়ে দোয়া করে পালালেন ইমাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০১৭, ১৬:১০

বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীর ধর্ষকদের মুক্তি ও আপন জুয়েলার্সকে রক্ষায় দোয়া করে দ্রুত মসজিদ থেকে পালালেন ইমাম।

শুক্রবার কক্সবাজার জেলা শহরের বইল্লাপাড়ার বায়তুশ শরফ জামে মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে এঘটনা ঘটে।

নামাজে আসা মুসল্লিরা এজন্য তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করে এর ব্যাখ্যা চাইলে ইমাম রিদুয়ানুল হক কিছু না বলে দ্রুত সটকে পড়েন।

জুমার নামাজ পড়তে আসা মাহবুব কামাল বলেন, নামাজ শেষে ইমাম মাওলানা রিদুয়ানুল হক বিশেষ মোনাজাতের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় মসজিদ ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক সিরাজুল ইসলাম চৌধুরী এগিয়ে গিয়ে ইমাম সাহেবকে কানে কানে কী যেন বলেন। এরপরই বিশেষ মোনাজাতে তিনি এ ঘটনা ঘটান।

দোয়ায় ইমাম সাহেব বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারদের মুক্তি এবং আপন জুয়েলার্সকে রক্ষার জন্য মোনাজাত শুরু করেন। এতে মুসল্লিরা প্রতিবাদ করেন ও এর ব্যাখা চান।

গেলো ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে সাফাত ও নাঈম দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করেন। এরপর ৫ মে ভিকটিম দুই তরুণীর একজন বনানী থানায় অভিযোগ দেন। অভিযোগে পাঁচজনকে আসামি করা হয়।

৬ মে মামলার পর পালিয়ে যাওয়া সাফাত ও সাদমানকে ১১ মে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।

এর মধ্যে সাফাত রাজধানীর অভিজাত স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh