• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্যকে থানায় হস্তান্তর

আরটিভি অনলাইন রিপোর্ট, বাগেরহাট

  ৩০ এপ্রিল ২০১৭, ০৮:৩৬

সুন্দরবনের বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্যেকে বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার রাতে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। আত্মসমর্পণকৃত এই ২৫ জনের বিরুদ্ধে দস্যুতা ও অস্ত্র আইনে মামলা করা হয়।

র‌্যাব -৮ এর ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

এর আগে শনিবার সকালে পটুয়াখালীর শিল্পকলা একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের হাতে ৩১ টি আগ্নেয়াস্ত্র ও ১১ শত ১০ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্য আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক মো. বেনেজীর আহমেদ এবং র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সেসময় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব জলদস্যু এখনো সমুদ্রসীমায় জেলেদের ওপর দস্যুতা করে আসছে আমি তাদেরকেও আত্মসমর্পণ করার আহ্বান করছি। সরকার আপনাদের সব ধরনের সহযোগিতা করবে।
তিনি বলেন, বাংলাদেশের জলসীমা এবং বঙ্গোপসাগর জলদস্যু মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। একাধিক জলদস্যু বাহিনী র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাদের পুনর্বাসন করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
‘আব্বা বাহিনী’র আফতাবকে আত্মসমর্পণের নির্দেশ
জামিন পেলেন ট্রান্সকমের শীর্ষ তিন কর্তা
মাকে মারধর, ছেলেকে কুপিয়ে হত্যা করে বাবার আত্মসমর্পণ 
X
Fresh