• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাগুরায় রেল চালু হবে : রেলমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট, ঝিনাইদহ

  ২৫ এপ্রিল ২০১৭, ১৬:৫৮

প্রধানমন্ত্রীর নির্দেশে মাগুরা জেলায় চালু হবে রেল। বললেন রেলমন্ত্রী মুজিবুল হক।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলার কোঁটচাদপুর উপজেলার সাফদারপুর রেলওয়ে স্টেশনের নবনির্মিত প্লাটফর্ম শেড হাইলেবেল প্লাটফর্ম এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। তিনি প্রথম রেল মন্ত্রণালয় চালু করেছেন মাত্র ৫শ’কোটি টাকা বরাদ্দ নিয়ে। দেশের জনগণের সুবিধার কথা চিন্তা করে তিনি সাড়ে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, যে জেলায় রেলপথ নেই সেই জেলাতে রেলপথ চালু করতে। এ ছাড়া খুলনা থেকে দর্শনাসহ সারাদেশে রেলপথ বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেল সচিব ফিরোজ সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার।

আর/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh