• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ধানের শীষে ছত্রাক সংক্রমণ, দিশেহারা সাতক্ষীরার কৃষকরা

রামকৃষ্ণ চক্রবর্তী, আরটিভি অনলাইন

  ২৪ এপ্রিল ২০১৭, ২০:২৪

ব্লাস্ট নামক একধরনের ছত্রাকের সংক্রমণে সাতক্ষীরার বোরো ধানের শীষ শুকিয়ে যাচ্ছে। এতে গাছেই ধান শুকিয়ে চিটা হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

সাতক্ষীরার অধিকাংশ এলাকা বছরের ৬ মাস জলাবদ্ধ থাকে। তাই বোরো ধানের মৌসুমই এখানকার কৃষকের একমাত্র ভরসা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মাঠের পর মাঠ ধানের শীষ শুকিয়ে গেছে। এজন্য ধান পাকার আগে কেটে বাড়ি তুলছেন অনেক কৃষক। তাই কৃষকের মুখের হাসি রূপান্তরিত হয়েছে বোবাকান্নায়।

কৃষি কর্মকর্তারা জানায়, সাতক্ষীরায় এ বছর ৭৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬শ’৫০ হেক্টর বেশি। ‘ব্লাস্ট’ ছত্রাকের সংক্রমণের শিকার প্রায় এক পঞ্চমাংশ জমি।

সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান জানান, অতিরিক্ত তাপমাত্রা আর প্রখর রোদের কারণে ‘ব্লাস্ট’ ছত্রাকের প্রাদুর্ভাব ঘটেছে।

ফসল রক্ষা করতে কৃষকদের ছত্রাক নাশক ঔষধ স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh