• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এবার কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণ, নিহত ২ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ২৪ এপ্রিল ২০১৭, ১৪:৩১

দিনাজপুরে বয়লার বিস্ফোরণের রেষ কাটতে না কাটতেই কুষ্টিয়ায় কেবল প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান বিআরবি গ্রুপের এমআরএস বিভাগে বয়লার বিস্ফোরণে গোডাউনে আগুন লেগে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত হয়েছেন অন্তত চার জন।

নিহতরা হলেন সাইফুল্লাহ (৪০) ও এ বি এম রশিদুল (৩৫)। মৃত সাইফুল্লাহ ঝিনাইদহ জেলার আবুল হোসেন’র ছেলে ও রশিদুলে বাড়ি চুয়াডাঙ্গার জীবন নগর গ্রামে। এরা দু’জনই এমআরএস’র শ্রমিক।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে এমআরএস কারখানার গোডাউনে হঠাৎ বয়লার বিস্ফোরণে পর আগুন লেগে যায়। এতে কয়েকজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে দু’জনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে আসার আগেই দগ্ধ দুজনের মৃত্যু হয়। আহত শ্রমিক ওমর (৩০), ছামসুল (৩৫) ও ফায়ার সার্ভিস’র কুমারখালী ইউনিটের কর্মী দেলোয়ার (৩০) চিকিৎসাধীন রয়েছে।

গেলো ১৯ এপ্রিল বুধবার দুপুরে দিনাজপুরের সদর উপজেলায় যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরণে এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। আরো ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
X
Fresh