• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টঙ্গীতে বাড়ি বাড়ি চলছে পুলিশের তল্লাশি

আরটিভি অনলাইন রিপোর্ট, গাজীপুর

  ২৩ এপ্রিল ২০১৭, ২১:৩৬

গাজীপুরের টঙ্গীতে জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াশি অভিযান চলছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে পুলিশ।

রোববার দুপুর ৩টা থেকে টঙ্গীর ১৫টি ওয়ার্ডকে ৬০ ভাগে বিভক্ত করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ টঙ্গী থানায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ঢাকার কাছে টঙ্গীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বসবাস করে। টঙ্গীতে অবস্থান করে সন্ত্রাসী এবং জঙ্গিরা যাতে কোনো প্রকার অপতৎপরতা চালাতে না পারে সেজন্য এ অভিযান চালানো হচ্ছে।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন-অর-রশীদ অভিযান শুরুর আগে দুপুরে টঙ্গী মডেল থানার ওসির কনফারেন্স রুমে সাংবাদিকদের জানান, অভিযানের সময় পুলিশ সদস্যরা এলাকার প্রতিটি বাড়িতে যাবে। বাড়ির মালিকদের সহযোগিতায় ভাড়াটিয়াদের ফ্ল্যাট বা কক্ষে তল্লাশি চালানো হবে। যেসব বাড়িতে বাড়িওয়ালাদের পাওয়া যাবে না, সে সব বাড়িতে পুলিশ সরাসরি ঢুকে তল্লাশি করবে। এ অভিযান পর্যায়ক্রমে পুরো জেলায় চালানো হবে।

পুলিশের ৫ শতাধিক সদস্য এ অভিযানে অংশ নিচ্ছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh