• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৭, ১৪:১৩

বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম। ডুবে গেছে নগরীর অধিকাংশ সড়ক। ঘরবাড়িতেও ঢুকে গেছে পানি।

রাস্তায় আটকা পড়েছে শত শত গাড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সকালে ৩ ঘণ্টায় চট্টগ্রামে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে।

তবে বন্দরের জন্য কোনো সংকেত নেই।

বৃষ্টিতে নগরের মুরাদপুর, ষোলশহর, প্রবর্তক মোড়, জিইসি, বহদ্দারহাট, চান্দগাঁও, হেমসেন লেন, হালিশহর, বাকলিয়া, আগ্রাবাদ, শুলকবহর, কাপাসগোলা, সিডিএ আবাসিক এলাকাসহ কয়েকটি এলাকা তলিয়ে গেছে।

প্রবর্তক মোড়, জিইসি মোড়, মুরাদপুর ও ষোলশহর শত শত যানবাহন আটকা পড়ে।

দুর্ভেগের চিত্র ভাইরাল হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। শুক্রবার অফিস আদালত বন্ধ ছিল। তবে অন্যদের বের হতে গিয়ে বেশ দুর্ভোগেই পড়তে হয়েছে।

নগরীর নালা নর্দমার বর্জ্য পানিতে মিশে দুষণ করছে পানি। সকাল থেকে লোকাল বাস, টেম্পো, সিএনজি বেবি ট্যাক্সিসহ প্রাইভেট গাড়ি চলাচল করতে পারেনি।

এদিকে, মুরাদপুর এলাকার বাসিন্দা তারেক মাহমুদ বলেন, বাসায় খাওয়ার জন্য কাঁচাবাজার আনতে বাজারে যাই কোমর সমান পানি পারি হয়ে।

আগ্রবাদ এলাকার এক গৃহিনী মাহমুদা আরটিভি অনলাইনকে জানান, সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে নিত্য প্রয়োজনিয় দ্রব্যাদি আনতে পারছি না। বাসার সামনে মাথা সমান পানি।

ষোলশহর এলাকার আব্দুল হামিদ জানান, জলাবদ্ধতার সুযোগ নিয়ে রিক্সা ভাড়াও বাড়িয়ে দেন রিক্সাচালকরা কয়েকগুণ। এটা আরো বড় দুর্ভোগ।

এ বিষয়ে মেয়র আ জ ম নাসিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি।

এসজে

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh