• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

আরটিভি অনলাইন রিপোর্ট, সিলেট

  ১৯ এপ্রিল ২০১৭, ১৪:৪০

সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে আওয়ামী লীগের দু’পক্ষের নেতাকর্মীরা একই সময়ে পাল্টা-পাল্টি মিছিল আহ্বান করায় সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুর দুইটা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে।

জানা গেছে, তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রতিবাদে বিশ্বনাথে আওয়ামী লীগের দু’পক্ষ বুধবার একই সময়ে উপজেলা সদরের মিছিলের ডাক দেয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফখরুল ইসলাম মতছিনসহ অন্যান্য নেতাদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুর ২টায় এ মিছিলের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতারা।

অপরদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী অনুসারি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ অন্যান্য নেতাদের ওপর তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে বুধবার দুপুর ২টায় উপজেলা সদরের নতুন বাজারের আরামবাগ বক্ল সেচ্ছাসেবকলীগ-যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে মিছিলের ডাক দেয়। এতে উপজেলা সদরের উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরে উপজেলা সদরের পুরানবাজার ও নতুনবাজারের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh