• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাঘের মুখ থেকে ভাইয়ের লাশ আনতে গিয়ে আক্রান্ত আরেক ভাই

আরটিভি অনলাইন রিপোর্ট, সাতক্ষীরা

  ১৭ এপ্রিল ২০১৭, ১৬:২০

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের হামলায় রুহুল আমির শেখ নামে একজন মৌয়াল নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করতে গিয়ে বাঘের হামলায় আহত হয়েছেন তার ভাই হোসেন শেখ।

রোববার ভোরে সুন্দরবনের মাহমুদা নদীর ডিঙ্গিনামক স্থানে এ ঘটনাটি ঘটে। সোমবার দুপুরে রুহুল আমির শেখের মরদেহ এবং তার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে বনবিভাগ ও মৌয়াল জেলেরা।

নিহত রুহুল আমিন শেখ শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখী গ্রামের মালেক শেখের পুত্র ও আহত তার ভাই হোসেন শেখ।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুল আলম জানান, তারা দু’ভাই বুড়িগোলিনি ফরেস্ট অফিস থেকে পাশ নিয়ে মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যান। রোববার মধু সংগ্রহের সময় রুহুল আমিন শেখকে বাঘে ধরে বনের গহীনে নিয়ে যায়। ভাইয়ের মরদেহ উদ্ধার করতে ভাই হোসেন শেখও বনের ভেতরে যায়। এ সময় বাঘ তাকেও হামলা করে।

সোমবার অন্য মৌয়াল ও জেলেরা একত্রিত হয়ে সুন্দর বনের গহীনে রুহুল আমিনে মরদেহ ও তার ভাই হোসেন শেখকে আহত অবস্থায় উদ্ধার করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি বলেন, আমি লোকমুখে ঘটনটি শুনেছি। তবে ঘটনাটি সত্য বলে তিনি স্বীকার করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh