• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাওরে ফসল হারিয়ে কৃষকদের মাথায় হাত

আরটিভি অনালাইন রিপোর্ট, নেত্রকোনা

  ১৫ এপ্রিল ২০১৭, ১৭:৩৩

শস্য ভাণ্ডার খ্যাত নেত্রকোনার হাওর এলাকার ফসল রক্ষায় ৪১টি ছোট বড় বাঁধ আছে।

পানির চাপে বাঁধ যেন ধসে না যায় সে জন্য বাঁধ সংস্কারে এ অর্থবছরে ২ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

কিন্তু যথাযথ সংস্কার না করায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সহজেই ভেঙ্গে পড়ছে এসব দুর্বল বাঁধ।

এতে হাওড় এলাকার ৫০ হাজার হেক্টর বোরো ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।

কৃষকদের অভিযোগ, বাঁধগুলো যথাযথ সংস্কার না করে বরাদ্দকৃত আত্মসাৎ করেছে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদাররা।

তবে এ অভিযোগ অস্বীকার করলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাও বলছেন, কৃষকদের কাছ থেকে পানি উন্নয়ন বোর্ডের কাজের অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে ।

এসব ক্ষতিগ্রস্ত এলাকায় ধানক্ষেত পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব।

এ অবস্থায় আর্থিক সহযোগিতার পাশাপাশি বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত চান ক্ষতিগ্রস্ত কৃষকরা।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh