• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ এপ্রিল ২০১৭, ১০:০৩

মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন চাঁদাবাজ নিহত হয়েছেন। জানালেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার দিবাগত ভোর রাত ৩টায় গাংনী-বারাদী সড়কের হাড়িয়াদহ মাঠে এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন বলেন, রাতে হাড়িয়াদহ মাঠে টহল দেয়ার সময় সড়কের পাশে এসএবি ইটভাটায় সন্দেহভাজন কয়েকজন চাঁদাবাজের উপস্থিতির খরব পায় পুলিশ। টহল দল সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। এসময় পাল্টা গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়।

পরে সেখান থেকে দু’ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (২৪) ও দুলালনগর গ্রামের মওলা বক্সের ছেলে শিপন মিয়া (১৯)।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে দু’জনের পরিবারের সদস্যরা গাংনী থানায় মরদেহ দেখে পরিচয় নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টারগান, দু’ টি কার্তুজ, দু’টি বোমা ও রামদা উদ্ধার করেছে।

বন্দুকযুদ্ধে ঘটনায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh