• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফের নগর ভবনে বুলবুল

অনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল ২০১৭, ১১:৪৪

দায়িত্ব নিতে ফের রাজশাহী সিটি করপোরেশন ভবনে গেলেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বুধবার সকালে তিনি নগরভবনে যান।

২ এপ্রিল রোববার স্বপদে ফেরার পরই সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে। সেই আদেশের বিরুদ্ধে মঙ্গলবার হাইকোর্টে রিট করলে আদালত সেই আদেশটির স্থগিতাদেশ দেন। এর ফলে তিনি ফের দায়িত্ব নিতে নগর ভবনে যান।

উচ্চ আদালতের আদেশে প্রায় দু’বছর পর ২ এপ্রিল মেয়রের দায়িত্ব নিয়েছিলেন বুলবুল। চেয়ারে বসার কয়েক মিনিটের মধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রোববার ফ্যাক্সে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আনোয়ার পাশা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মেয়র বুলবুলের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। আর স্থানীয় সরকারের (সিটি করপোরেশন) ২০০৯ সালের আইনে মেয়রের নামে মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হলে তাকে বরখাস্তের বিধান রয়েছে। তাই মেয়র বুলবুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh