• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিএসএফের তাড়া খেয়ে পানিতে ডুবে বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট ২০১৬, ১৩:০৪

সাতক্ষীরা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর তাড়া খেয়ে কালিন্দী নদীতে ডুবে আবু মুসা মণ্ডল নামে বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নদী থেকে মুসার লাশ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহত আবু মুসা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মানপুর গ্রামের আবু সাঈদ মণ্ডলের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

সাতক্ষীরা ৩৪ বিজিবি ব্যাটালিয়নের দুরমুজখালী তল্লাশিচৌকির (বিওপি) অধিনায়ক বারিক খান জানান, এক মাস আগে মুসাসহ তিনজন ভারতের কানাইকাটির ইটভাটায় কাজ করতে যান। ১০ আগস্ট সন্ধ্যায় তাঁরা বিএসএফ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে কালিন্দী নদীতে সাঁতার কেটে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় বিএসএফ স্পিডবোট নিয়ে তাঁদের তাড়া করে। তাতে দুইজন পাড়ে উঠতে পারলেও মুসা পানিতে ডুবে যান।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh