• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জয়ার সমর্থনে সরে দাঁড়ালেন ২ প্রার্থী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৭, ১৮:০৮

সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেনগুপ্তকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি ও জাসদের প্রার্থী।

সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় এ ঘোষণা দেয়া হয়।

মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়ে জাতীয় পার্টির প্রার্থী শেখ জহির আলী বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন করব না। জাসদ প্রার্থী আমিনুল ইসলামও মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষাণা দেন।

আওয়ামী লীগ নেতা মিসবাহউদ্দিন সিরাজ বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের রাজনীতির অহংকার। তার মৃত্যুতে সুনামগঞ্জসহ গোটা দেশের মানুষ শোকাহত। সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার সহধর্মিণীকে মনোনয়ন দিয়েছেন। তার প্রতি শ্রদ্ধা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়ে দু’ টি দলের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তিনি বলেন, স্বতন্ত্রপ্রর্থী ফায়েজ আলী মাহবুব হোসেনকে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।

আসছে ৩০ মার্চ সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচনে ভোট হবে। তবে স্বতন্ত্র প্রার্থী ফায়েজ আলী মাহবুব হোসেন যদি প্রার্থীতা প্রত্যাহার করে নেন তাহলে জয়াকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh