• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় অটোরিকশা ধর্মঘট ২২ আগস্ট থেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ আগস্ট ২০১৭, ১৯:৪২

সরকারকে দেয়া ১০ দফা দাবি মেনে না নেয়া হলে ঢাকা মহানগরীতে আসছে ২২ আগস্ট থেকে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন অটোরিকশা শ্রমিকের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করেন তারা।

মানববন্ধনে বলা হয়, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলা এলাকায় নিবন্ধন করা মিটারিহীন সিএনজিচালিত অটোরিকশা পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় ঢাকা মহানগরীতে বেআইনিভাবে চলাচল করছে। এসব অনিয়ম বন্ধসহ ১০ দফা দাবি পেশ করেন অটোরিকশা শ্রমিকরা।

শ্রমিকরা জানান, ঢাকা মহানগরে চলাচলরত অটোরিকশা সেক্টরে বিরাজমান নৈরাজ্য দূর করতে এবং যাত্রীসেবার মান উন্নয়নে সরকার ২০০৭ সালে ঢাকা মহানগরীতে বসবাসকারী থ্রি-হুইলার লাইসেন্সধারীদের অতিরিক্ত ৫ হাজার অটোরিকশা দেয়ার সিদ্ধান্ত নেয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে ২০১৩ সালে অনুষ্ঠিত সভায় লিভ টু আপিল প্রত্যাহার সাপেক্ষে বিআরটিএর চেয়ারম্যান সব ধরনের বিধান অনুসরণ করে এক থেকে দেড় মাসের মধ্যে ওই অটোরিকশা বিতরণের ব্যবস্থা নিলেও সেগুলো এখনো কার্যকর হয়নি।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মোহাম্মাদ হানিফ খোকন, সদস্য মজিবুর রহমান মাস্টার, আজহার আলী, মো. রমজান আলী প্রমুখ।

সি/

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
ঢাকায় পৌঁছেছেন কোচ হাথুরুসিংহে ও মুশতাক
দুই দিনের সফরে ঢাকায় কাতারের আমির
আজ ঢাকায় আসছেন কাতারের আমির
X
Fresh