• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘মুক্তিযুদ্ধে কাদের সিদ্দিকীর বীরত্ব প্রশ্নবিদ্ধ হবে’

অনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট ২০১৬, ১৭:০২

বিএনপির ডাকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অংশ নেয়ায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সমালোচনা করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বললেন, এতে জনগণের কাছে মুক্তিযুদ্ধে বঙ্গবীরের বীরত্ব প্রশ্নবিদ্ধ হবে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবাষির্কীতে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযোদ্ধার জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের রাজনৈতিক অধিকার ও মন্ত্রী বানিয়েছেন। ৩০ লক্ষ মুক্তিযোদ্ধার আত্মাকে পদদলিত করেছেন। সেই মুক্তিযোদ্ধার স্ত্রীর (খালেদা জিয়া) প্রতি বঙ্গবীরের এত দরদ কেন?

শুধু খবরে শিরোনাম হতে এমন খেলা থেকে বিরত থাকতে কাদের সিদ্দিকীকে অনুরোধ জানান তিনি।

বিএনপির নতুন কমিটির সমালোচনায় ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, বিএনপি ও জামায়াতের মধ্যে নীতিগত কোন পার্থক্য নেই। বিএনপি নতুন কমিটিতে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের স্বজনরা স্থান পেয়েছেন বলে অভিযোগ করেন হানিফ।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh