• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু এপ্রিলে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৩

আসছে এপ্রিলে পদ্মাসেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু হবে। মার্চে এ নিয়ে চীনের সঙ্গে ঋণচুক্তি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির উদ্বোধন করবেন। জানালেন রেলমন্ত্রী মুজিবুল হক।

সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক বলেন, এ বছরই পদ্মাসেতুর রেল সংযোগের কাজ শুরু করতে পারবো। এপ্রিলে এটির ভিত্তি স্থাপন হবে। চীনের সঙ্গে ঋণচুক্তির জন্য কাজটি আটকে আছে। আসছে মাসে দেশটির সঙ্গে ঋণচুক্তির পর দ্রুত জটিলতা শেষ হবে।

রেলমন্ত্রী জানান, একই মাসে দ্বিতীয় ভৈরব রেলসেতু্র কাজও শুরু হবে।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

গেলো বছরের আগস্টে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ তৈরিতে চীনের নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সরকার। পদ্মাসেতু রেল সংযোগ নামে এ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার ব্রডগেজ লাইন তৈরি করা হবে।

২ শতাংশ সুদে ২০ বছর মেয়াদের এ প্রকল্পে ২৪ হাজার ৭শ’ ৪৯ কোটি টাকা ঋণ দেয়ার কথা চীনের। বাকি ১০ হাজার ২শ’ ৪০ কোটি টাকা খরচ হবে বাংলাদেশ সরকারের নিজ তহবিল থেকে।

গেলো বছরের ৩ মে একনেকের সভায় ৩৪ হাজার ৯শ’ ৭৯ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়নে অনুমোদন দেয়া হয়।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh