• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মাংস বিক্রি বন্ধের হুমকি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৯

গাবতলীতে গরু হাটে অতিরিক্ত খাজনা আদায় এবং ইজারাদারদের অত্যাচারে অতিষ্ঠ মাংস ব্যবসায়ীরা। তাই আসছে ৬ দিন রাজধানীতে মাংস বিক্রি করবেন না তারা। ফলে আসছে ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে রাজধানীর সব মাংসের দোকান।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি এ হুঁশিয়ারি দেয়।

মাংস ব্যবসায়ীরা বলছেন, আসছে ৬ দিনের মধ্যে যদি সমস্যা সমাধান না হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মাংসের দোকান বন্ধ রাখা হবে।

সমিতির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত থেকে রাজধানীর বিভিন্ন হাট পর্যন্ত গরু প্রতি চাঁদাবাজি হচ্ছে ২০ থেকে ৩০ হাজার টাকা। সরকারের আদেশ অমান্য করে অতিরিক্ত খাজনা আদায় করা হয়। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র আনিসুল হকের কাছে শ’ শ’ আবেদন করা হয়েছে, চাঁদাবাজির ফিরিস্তি দেয়া হয়েছে। মেয়র একাধিকবার এসব সমস্যা সমাধানের নির্দেশ দিলেও দুর্নীতিবাজ কর্মকর্তারা ইজারার শর্ত বাস্তবায়নে নানা ধরনের টালবাহানা করে যাচ্ছেন।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল ইসলাম বলেন, মাংসের মূল্য দিন দিন বেড়েই চলেছে। নিরুপায় হয়ে মাংস ব্যবসায়ীরা সাধারণ মানুষের কাছ থেকে গলা কেটে টাকা আদায় করছে।’

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh