• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

'ফাঁকা মাঠে গোল দিতে আর ভাল লাগে না'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০১

'নির্বাচনের রেফারি ঠিক হয়ে গেছে। এখন বিএনপিকে খেলার জন্য প্রস্তুত হতে হবে। ফাঁকা মাঠে গোল দিতে আর ভালো লাগে না।' জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, 'বিএনপির কাজই হচ্ছে বিরোধীতা করা। নির্বাচনে হারলেও কারচুপির অভিযোগ করে। জিতলেও বলে, কারচুপি না হলে আরো ব্যবধানে জিততে পারতো। মিথ্যাচার করাটাই বিএনপির রাজনৈতিক চরিত্র।'

সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে তিনি বলেন, তিনি ছিলেন পার্লামেন্টের ট্রাজিক হিরো। তার চমকপ্রদ হাস্যরস, রাজনৈতিক জ্ঞান ও দক্ষতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

স্মরণসভায় সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও বক্তব্য রাখেন।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh