• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

অরাজনৈতিক-যোগ্য লোক নিয়োগের প্রস্তাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:১৪

নতুন নির্বাচন কমিশন গঠনে অরাজনৈতিক ও যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাবের পরামর্শ বিশিষ্ট নাগরিকদের।

সোমবার বিকেলে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে তারা এ প্রস্তাব দেন।

বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন গঠনে পরামর্শ চায় সার্চ কমিটি।

নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের পরামর্শ দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

তারা বলেন, দরকারে আরো ২ মাস সময় নিয়ে হলেও নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করা হোক। তারপর নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে। তাহলে এ নিয়ে আর বিতর্ক থাকবে না।

এছাড়াও রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থাকা এবং কোনো দলের সুবিধাভোগী নন- এমন লোকদের নিয়ে কমিশন গঠনের পরামর্শ দেন তারা।

বিকেল ৪টায় বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

১২ বিশিষ্ট ব্যক্তি হলেন, বিচারপতি মো. আবদুর রশিদ, শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, ঢাবির বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সাবেক আইজিপি নূরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ এবং মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।

এর আগে ২৮ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক হয়। সেখানে রাজনৈতিক দলের কাছে নির্বাচন কমিশন গঠনের জন্য ৫টি করে নাম আহ্বান করা হয়। আসছে ৩১ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। যদিও এখনো কোনো রাজনৈতিক দল কারো নাম প্রস্তাব করে নি।

নির্বাচন অস্বচ্ছ হয় রাজনৈতিক দলের কারণে

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh