• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইসি ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে আর কারো আলোচনার সুযোগ নেই

আরটিভি অনলাইন রিপোর্ট, নারায়ণগঞ্জ

  ১৯ জানুয়ারি ২০১৭, ১৩:০৯

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আর কোন রাজনৈতিক দলের সংলাপের সুযোগ নেই। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে কাঁচপুর সেতুর পশ্চিমপাশে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন বা সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চুড়ান্ত।

তিনি বলেন, নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন মামলা রায়ের প্রধান আসামি নূর হোসেনকে দল থেকে আরো আগেই বহিস্কার করা হয়েছে। এ রায় সংশ্লিষ্ট সকলের জন্য কঠিন বার্তা। এ রায়ের মাধ্যমে বোঝা যায় বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীন।

জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে সাড়ে ৮ হাজার কোটি টাকার ব্যায়ে দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতি সেতুর কাজ শুরু হয়েছে। জাপানের ৪টি ঠিকাদারী প্রতিষ্ঠান যৌথভাবে এ কাজ বাস্তবায়ন করছে। সেতু তৈরিতে জাইকা সাড় ৬ হাজার কোটি টাকা ও বাংলাদেশ সরকার ২ হাজার কোটি টাকা ব্যায় করবেন। আসছে ২০১৮’র ডিসেম্বরে এ সেতু তৈরির কাজ শেষ হবে। এছাড়া পুরাতন ৩টি সেতুর পুনর্বাসন কাজ ২০১৯ সালে শেষ করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh