• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শক্তিশালী ইসি প্রত্যাশা রাষ্ট্রপতির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৭, ২১:৩৭

রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবের ভিত্তিতে শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন (ইসি) গঠন সম্ভব হবে। আশা প্রকাশ করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বলেন, রাজনৈতিক দলগুলো আমার সঙ্গে আলোচনাকালে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন বিষয়ে অনেকগুলো সুচিন্তিত প্রস্তাব ও মতামত দিয়েছে। তাদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে একটি শক্তিশালী ও কার্যকর ইসি গঠন সম্ভব হবে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (বিআইএফ), জাকের পার্টি (জেডপি) ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) নেতৃবৃন্দের সঙ্গে বুধবার আলোচনাকালে এ মন্তব্য করেন তিনি।

এই তিনটি রাজনৈতিক দল বঙ্গভবনে অালাদাভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের একথা জানান।

রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাকালে সার্চ কমিটি ও ইসি গঠন বিষয়ে বিআইএফ ৬ দফা, বিএমএল ৪ দফা এবং জেডপি ৮ দফা প্রস্তাব উপস্থাপন করে।

এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh