• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘শান্তিপূর্ণ দেশে জঙ্গিবাদের ঠাঁই নেই’

অনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট ২০১৬, ১২:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ বাংলাদেশে জঙ্গিবাদের কোন ঠাঁই হবে না। তাই ইসলাম ধর্মকে হেয় করে সন্ত্রাস সৃষ্টিকারীদের প্রতিহত করতে জনগণকে সোচ্চার হতে হবে।

বুধবার রাজধানীর আশকোনাস্থ হজক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে জঙ্গিবাদ, সন্ত্রাস ও ধ্বংসাত্মক কার্যকলাপের চেষ্টা চালাচ্ছে কেউ কেউ। তারা ইসলামকে কলুষিত করতে চায়। কিন্তু কোনো অবস্থাতেই ইসলামের বদনাম করতে দেয়া হবে না। ঘরে-বাইরে, কর্মস্থলে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, দুঃখ লাগে, কষ্ট পাই, যখন কিছু বিপথগামী তরুণ ঠাণ্ডা মাথায় নিরীহ মানুষ হত্যা করে। এটা করে তারা অন্যের কাছে ইসলাম সম্পর্কে ভীতি সৃষ্টি করছে।

হজ্ব যাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার সুষ্ঠুভাবে হজ পালনের সব ব্যবস্থা নিয়েছে। হাজী সাহেবরা যাতে ভাল মতো হজ পালন করে দেশে ফিরে আসতে পারেন এটাই কামনা। আপনারা পবিত্র নগরী মক্কায় গিয়ে দেশ ও জাতির জন্য এ দোয়া করবেন। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ থেকে এদেশের মানুষ যেন মুক্তি পায় সেই কামনা করবেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh