• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৭, ১৭:০০

সময় সুযোগ মতো ফের রাজপথের আন্দোলনে নামবে বিএনপি। গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাবো। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আন্দোলন করতে হলে অবশ্যই রাজপথে আসতে হবে। আমরা প্রতিবার রাজপথে এসেছি। সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে নেমে খালি হাতে ফিরেছে বিএনপি। গেলো দু’ বছরে কোনো কর্মসূচি ছিলো না। আবারো সময় ও সুবিধা মতো রাজপথে নামবো।

তিনি বলেন, রাজনীতি একটি বিজ্ঞান আর কৌশলের ব্যাপার। এক জায়গায় বেঁধে রাখার জিনিস নয়। এতে বিভিন্ন রকম কৌশল এবং উত্থান-পতন আছে। এখানে কখনো খারাপ আবার কখনো ভালো সময় যাবে। কিন্তু খুব পরিষ্কার করে বলছি উই আর কমিটেড টু ফাইট টু দ্যা লাস্ট।

তিনি আরো বলেন, যারা বলেন এখনই আন্দোলন না তাদের পরামর্শ আমরা গ্রহণ করছি। তবে বুঝতে হবে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করছি। দলের প্রায় ১ হাজার নেতা-কর্মী নিহত হয়েছে। গুমের শিকার হয়েছে অনেক। বিএনপি মানেই আসামি।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh