• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘পিচ’ নয় কংক্রিটের রাস্তাই চান প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ০২ আগস্ট ২০১৬, ১৬:২১

ধারাবহিকভাবে পিচ ঢালাই বাদ দিয়ে কংক্রিটের রাস্তা নির্মাণে আবারো নিজের ইচ্ছার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি বলেন, বিটুমিনের (পিচ) রাস্তা ‍সামান্য বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। কংক্রিটের সড়ক দীর্ঘস্থায়ী। আলাদা স্থানে ছোট ছোট কংক্রিটের ব্লক তৈরি করতে হবে। এরপর ব্লকগুলো সড়কে বসিয়ে দিতে হবে।

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জানান, এর আগেও বলেছেন, এবারও কংক্রিটের রাস্তা নির্মাণের কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে নির্দেশনাও দিয়েছেন তিনি।

এর আগে একনেকের বৈঠকে কমিটির চেয়ারম্যান হিসেবে এক হাজার চারশ ৮৮ কোটি টাকার সাতটি প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ এবং বৃক্ষরোপন’ প্রকল্পটি ১৯১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয়। এ প্রকল্পের অধিন ৯ হাজার ২৬০ মিটার বিটুমিনাস কার্পেটিং রোড সংস্কারে বিটুমিনের পরিবর্তে কংক্রিট ব্যবহার করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

২০১৪ সালের ২৬ আগস্ট একনেকের বৈঠকে পর্যায়ক্রমে দেশের সব রাস্তাঘাট কংক্রিট দিয়ে নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh