• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

অনলাইন ডেস্ক
  ০২ আগস্ট ২০১৬, ১০:৪৯

জামালপুরে যমুনার পানি কমলেও বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি। এখনও পানিবন্দী সাত উপজেলার ৫০টি ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ।

বন্যার পানি ঢুকে পড়ায় ৭৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ১৮ হাজার ৫শ'৫০ হেক্টর জমির ফসল।

এদিকে এখনও বন্ধ রয়েছে জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু পূর্বপাড় পর্যন্ত রেল যোগাযোগ। এছাড়াও জামালপুর-মাদারগঞ্জ এবং জামালপুর-সরিষাবাড়ী সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে।

শরীয়তপুরে পদ্মা নদীর পানি সুরেশ্বর পয়েন্টে বিপদ সীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে কিছুটা কমলেও ভোগান্তি কমেনি প্রায় ৩ লাখ মানুষের। গেল ২৪ ঘণ্টায় শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ।

মানিকগঞ্জে পানিবন্দী আছেন ছ’উপজেলার তিন লাখ মানুষ। নলকূপ ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। ছ’শ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সার্বিক শিক্ষা কার্যক্রম ভেঙ্গে পড়েছে।

লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানভাসি মানুষের দুর্ভোগ চরমে ওঠেছে। রাস্তাঘাট বন্যার পানিতে ধ্বসে যাওয়ায় অধিকাংশ চরের সঙ্গে জেলা এবং উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh