• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সবচে' বড় সমাবেশ ১০ জানুয়ারি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জানুয়ারি ২০১৭, ২০:৫৫

১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশ হবে ইতিহাসের সবচে' বৃহৎ সমাবেশ। বললেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশ সফল করতে শুক্রবার বিকেলে রাজধানীর নিউমার্কেটে জনসাধারনের মধ্যে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারন সম্পাদক বলেন, শুধু লোক সমাগমের দিক থেকে না, শান্তি-শৃঙ্খলার দিক থেকেও ১০ জানুয়ারির সমাবেশ স্মরণীয় হয়ে থাকবে। এরইমধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে আলাদা বৈঠক করা হয়েছে। তাদের নির্দেশ দেয়া হয়েছে, যাতে করে সমাবেশের দিন জনসাধারণের কোনো ভোগান্তি না হয়।

কাদের বলেন, আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষের উচিৎ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে অংশ নেয়া। ১৯৭২ সালের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিলো ঐতিহাসিক। এটি শুধু বঙ্গবন্ধুর না, গোটা বাঙালি জাতির বিজয় ছিল।

তিনি বলেন, আসছে ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে উপস্থিত থাকবেন। ওই দিন হবে বাংলাদেশের ইতিহাসে সবচে’ বৃহৎ সমাবেশ।

এইচটি/এইচএম/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh