• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘জঙ্গিবাদের মূলে স্বাধীনতাবিরোধীরাই’

অনলাইন ডেস্ক
  ০১ আগস্ট ২০১৬, ১৭:৫০

জঙ্গিবাদকে দেশের নতুন উৎপাত হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই উৎপাতের মূলে ওই স্বাধীনতাবিরোধী ও রাজাকারের দোসররাই। কেননা নানা সময়ে আটক জঙ্গিদের স্বীকারোক্তি ও গোয়েন্দাদের তদন্তে এমন অসংখ্য প্রমাণ পাওয়া গেছে।

সোমবার বিকেলে রাজধানী ধানন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে কৃষক লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শোকের মাস আগস্ট উপলক্ষে এই আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর তড়িৎ সিদ্ধান্তের ফলেই জঙ্গিরা এদেশে সুবিধা করতে পারছে না। সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় সতর্ক থাকতে হবে। যেকোনো তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির জনককে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করেন জিয়াউর রহমান। তারাই স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন। জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। বিশ্বে এমন কোনো নজির নেই যে হত্যাকারীরা দূতাবাসের দায়িত্ব পেয়েছেন। এসব চক্রান্তে বিদেশিদের পাশাপাশি দেশেরও অনেকে জড়িত। এমনকি বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাকের মতো কতিপয় আওয়ামী লীগ নেতারাও ছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের সব ইতিহাসকে মুছে দিয়ে জাতিকে অন্ধকারে রাথার চক্রান্ত হয়েছে ২১ বছর। এখনো ষড়যন্ত্র চলছে। তবে জাতি আজ অনেক সচেতন থাকায় তাদেরকে আর বিভ্রান্ত করা যাবে না।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh