• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সারাদেশে জঙ্গিবিরোধী মানববন্ধন

অনলাইন ডেস্ক
  ০১ আগস্ট ২০১৬, ১২:২৫

গুলশান ট্র্যাজেডির একমাস পূর্তিতে সারাদেশে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন পালিত হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপি মানববন্ধনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের এক হাজার তিনশ মাদ্রাসা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার একশ কলেজে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, কল্যাণপুর, মিরপুর, উত্তরা, বনানীসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, জনগণের স্বতস্ফূর্ততা দেখে ধারণা হচ্ছে, মানবন্ধনে সব জেলার প্রায় ৫০ লাখ মানুষ অংশ নিয়েছেন। এর মাধ্যমে সমাজের সর্বস্তরে এই বার্তা পৌঁছবে, শিক্ষাঙ্গন জ্ঞানচর্চার জায়গা, জঙ্গিবাদের নয়।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh